আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়া মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত তমিজ উদ্দিন (৯০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তমিজ উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর এলাকার বাসিন্দা ও আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, সোমবার (৫ অক্টোবর) সকালে চিকিৎসার জন্য সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন তার ছেলের সঙ্গে মিরপুর হাসপাতালে যায়। সেখান থেকে দুপুরে ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাজী আরেফ আহম্মেদ সড়কের ধারে মোটরসাইল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় সামনের দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। এতে তমিজ উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবারও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :