চুয়াডাঙ্গা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে যোগ হচ্ছে যে ৩ নিয়ম

Padma Sangbad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের পর্দা উঠছে আগামীকাল শনিবার। ইডেন গার্ডেনসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বলে লালা ব্যবহার

আইপিএল বলের ওপর লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফলে কোভিড-১৯ মহামারীর পর আবার কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বলে লালা ব্যবহারের নিয়ম। টুর্নামেন্টটির আগে মুম্বাইয়ে হওয়া অধিনায়কদের সভায় এমন সিদ্ধান্ত এল। পিটিআইকে বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বেশিরভাগ অধিনায়ক এই পদক্ষেপের পক্ষে ছিলেন। কেউ কেউ পুনরায় চালু করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, কেউ কেউ দ্বিধায় ছিলেন; কিন্তু বেশিরভাগই এই পদক্ষেপকে সমর্থন করেছেন।’

কোভিড-১৯ মহামারীর সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বল চকচকে করার জন্য লালা ব্যবহারের প্রাচীন রীতি নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২ সালে বিশ্ব সংস্থাটি এই নিষেধাজ্ঞা স্থায়ী করে। মহামারীর পরে আইপিএল কর্তৃপক্ষও লালা ব্যবহারে আইসিসির নিষেধাজ্ঞা নিজেদের টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

দ্বিতীয় ইনিংসে ‘শর্তসাপেক্ষ’ দ্বিতীয় নতুন বল

এবারের আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সন্ধ্যার ম্যাচের দ্বিতীয় ইনিংসে নতুন বলের ব্যবস্থা করা হবে। আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী, ইনিংসের ১১তম ওভার থেকে আম্পায়াররা এই নতুন বলের সিদ্ধান্ত দেবেন।

ম্যাচে পর্যাপ্ত রান হওয়ার জন্য শিশিরের ব্যাপারটিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকেলের খেলায় এই নিয়ম প্রযোজ্য হবে না।

ওয়াইডদের জন্য ডিআরএস

উচ্চতার জন্য ওয়াইড ও অফ-সাইডের ওয়াইডের জন্য এবারই প্রথম ডিআরএসের (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবস্থা করা হয়েছে। তবে লেগ সাইডের ওয়াইড মাঠের আম্পায়াররাই দেবেন।

এছাড়া, `ইমপ্যাক্ট’ খেলোয়াড়েরর নিয়ম একই থাকবে। যদিও এটি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। অলরাউন্ডার তৈরিতে এই নিয়মটি বাধা সৃষ্টি করে বলে মনে হয়।

আপডেট : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

আইপিএলে যোগ হচ্ছে যে ৩ নিয়ম

আপডেট : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের পর্দা উঠছে আগামীকাল শনিবার। ইডেন গার্ডেনসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বলে লালা ব্যবহার

আইপিএল বলের ওপর লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফলে কোভিড-১৯ মহামারীর পর আবার কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বলে লালা ব্যবহারের নিয়ম। টুর্নামেন্টটির আগে মুম্বাইয়ে হওয়া অধিনায়কদের সভায় এমন সিদ্ধান্ত এল। পিটিআইকে বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বেশিরভাগ অধিনায়ক এই পদক্ষেপের পক্ষে ছিলেন। কেউ কেউ পুনরায় চালু করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, কেউ কেউ দ্বিধায় ছিলেন; কিন্তু বেশিরভাগই এই পদক্ষেপকে সমর্থন করেছেন।’

কোভিড-১৯ মহামারীর সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বল চকচকে করার জন্য লালা ব্যবহারের প্রাচীন রীতি নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২ সালে বিশ্ব সংস্থাটি এই নিষেধাজ্ঞা স্থায়ী করে। মহামারীর পরে আইপিএল কর্তৃপক্ষও লালা ব্যবহারে আইসিসির নিষেধাজ্ঞা নিজেদের টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

দ্বিতীয় ইনিংসে ‘শর্তসাপেক্ষ’ দ্বিতীয় নতুন বল

এবারের আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সন্ধ্যার ম্যাচের দ্বিতীয় ইনিংসে নতুন বলের ব্যবস্থা করা হবে। আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী, ইনিংসের ১১তম ওভার থেকে আম্পায়াররা এই নতুন বলের সিদ্ধান্ত দেবেন।

ম্যাচে পর্যাপ্ত রান হওয়ার জন্য শিশিরের ব্যাপারটিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকেলের খেলায় এই নিয়ম প্রযোজ্য হবে না।

ওয়াইডদের জন্য ডিআরএস

উচ্চতার জন্য ওয়াইড ও অফ-সাইডের ওয়াইডের জন্য এবারই প্রথম ডিআরএসের (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবস্থা করা হয়েছে। তবে লেগ সাইডের ওয়াইড মাঠের আম্পায়াররাই দেবেন।

এছাড়া, `ইমপ্যাক্ট’ খেলোয়াড়েরর নিয়ম একই থাকবে। যদিও এটি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। অলরাউন্ডার তৈরিতে এই নিয়মটি বাধা সৃষ্টি করে বলে মনে হয়।