পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় এক কিশোর তার পিতাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে আটক হয়েছে। শনিবার (২২ মার্চ) মাগরিবের নামাজের সময় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তি দোদুল হোসেন রিন্টু (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার বাসিন্দা। তার ছেলে রিফাত হোসেন (১৭) এ হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, রিফাত মোবাইল গেমে অতিরিক্ত আসক্ত ছিল। মাগরিবের নামাজের আগে দোদুল হোসেন ছেলের মোবাইল জব্দ করলে রিফাত ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর নামাজরত অবস্থায় পিতার পেছন থেকে ছুরিকাঘাত করে সে।
ঘটনার পর দোদুল হোসেনকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, রিফাত মোবাইল গেমে আসক্ত ছিল। পিতা মোবাইল কেড়ে নেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে পিতাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার আগেই দোদুল হোসেনের মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় রিফাতকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।।