ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাখপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) বিকেলে শ্রীনাথপুর বিওপি’র আওতাধীন অনন্তপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, আটকদের মধ্যে ১১ জন পুরুষ, দুইজন নারি ও একটি শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে।আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply