আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিপুরে স্কুল ছাত্রী যৌন নিপীড়নের রফা এক লাখ কুড়ি হাজারে

মিজানুর রহমান মিনু
,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুরে এক স্কুল ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করেছে বাদী বিবাদীর পরিবার
দাম উঠেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা।
নির্যাতনকারী বিপ্লব সরকার জামিনে এসে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি দুই পক্ষের মধ্যে আলোচনা করে মীমাংসা করে বলে জানান, অভিযুক্তের পিতা আমিনুল ইসলাম,
তিনি বিষয়টি নিয়ে লেখালেখি না করার অনুরোধ জানান।
মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার উপ-পরিদর্শক এসএম জাহাঙ্গীর আলম মিটমাটের বিষয়টি অবগত নয় বলে জানান।
গত (১৮ সেপ্টেম্বর) শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বেতগাড়ী গ্রামে ওই স্কুল ছাত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানীর চেষ্টা চালায় প্রতিবেশি বিপ্লব সরকার।
পরদিন ওই স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে পুত্র বিপ্লব সরকার (১৯) এর বিরুদ্ধে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করে।
এই ঘটনায় গত (২০ সেপ্টেম্বর) রবিবার রাতে অভিযুক্ত বিপ্লবকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :