আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ধরন্ত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে এবার ২৩ শতক জমির ধরন্ত লাউ
গাছ গেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার ৫নং শিমলা
রোকনপুর ইউনিয়নের বড় শিমলা গ্রামের নূর ইসলামের ক্ষেতে। এতে ওই কৃষকের
কমপক্ষে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
ভুক্তভোগী কৃষক নূর ইসলাম জানান, তিনি একজন বর্গাচাষী। শনিবার দিবাগত
রাতে কে বা কারা আমার ২৩ শতক জমির ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে। এতে আমার
প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গ্রামে আমার কারো সাথে বিরোধ নেই। আমার
এমন ক্ষতি করে কি লাভ হলো।
কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি
বৃদ্ধি পেয়েছে ফসলী ক্ষেত বিনষ্টের ঘটনা। দূবৃর্ত্তরা রাতের আধারে একের পর এক
নৃশংস ভাবে ধরন্ত -ফলন্ত ক্ষেত নষ্ট করছে। কৃষকেরা ধারদেনার মাধ্যমে ফসল চাষ করার পর
ভরা ক্ষেত নষ্ট হওয়ায় তারা একেবারে পথে বসছে। রাতের আধারে কে বা কারা লোক চক্ষুর
আড়ালে এমন জঘন্যতম কাজটি করছে। খবর পেয়ে আমি সকালে বর্গাচাষী নুর
ইসলামের জমিতে গিয়ে দেখেছি।
কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত
অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার গয়েশপুর গ্রামে বিশারত মন্ডলের
ফুলকপির বীজতলার চারা কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :