অনলাইন ডেস্ক।
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন তার শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে। খবর দ্য গার্ডিয়ান, আল-জাজিরা ও সিএনএন’র।
প্রতিবেদনে বলা হয়, রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন- আমার আর করোনা নেই, আমার ইমিউনিটি তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, মনে হচ্ছে আমার ইমিউনিটি তৈরি হয়েছে, সেটা হতে পারে দীর্ঘ সময়ের জন্য, হতে পারে ক্ষণস্থায়ী কিংবা আজীবনের জন্যও। কেউ আসলে জানে না, তবে আমার ইমিউনিটি তৈরি হয়েছে।
তবে মার্কিন এই প্রেসিডেন্ট আসলে করোনা মুক্ত কিনা এ নিয়ে এখনও ধোঁয়াশা আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, আপনাদের একজন প্রেসিডেন্ট আছে যার ইমিউনিটি তৈরি হয়েছে… সুতরাং এখন আপনাদের এমন একজন প্রেসিডেন্ট আছে যাকে প্রতিপক্ষের মত বেসমেন্টে লুকিয়ে থাকতে হবে না।
Leave a Reply