আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশকে লক্ষ্য করে যারা বোমা ছোড়ে, তারা সন্ত্রাসবাদীদের দল: অরূপ রায়

অনলাইন ডেস্ক : “যারা আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনে আসে, যারা পুলিশকে লক্ষ্য করে বোমা মারে তারা কোনও দল নয়। সন্ত্রাসবাদী দল।” হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে দলের এক কর্মী সভায় বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান প্রসঙ্গে এমনই মন্তব্য করেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়।বিজেপির নবান্ন অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হন বিজেপি নেতা বলবিন্দর। গ্রেফতারের সময় তাঁর পাগড়ি খুলে যায়। যা নিয়ে পরবর্তী সময়ে জোরদার বিতর্ক তৈরি হয়। এমনকী এই ঘটনার ব্যাখ্যা দিতে আসরে নামতে হয় স্বরাষ্ট্র দফতরকেও।সেই প্রসঙ্গে তৃণমূলের নেতা অরূপ রায় বলেন, ‘‘আমার মনে হয় না তার পাগড়ি খুলে দেওয়া হয়েছে। পাগড়ি খুলে গেছে। তিনি যেই হন না কেন তার অপরাধ কেন তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে এসেছিলেন। একটা আন্দোলনে তার রিভলবার নিয়ে আসা উচিত হয়নি। শুধু তাই নয় রিভলভার বের করাও তার উচিত হয়নি। যারা আন্দোলনে রিভলবার নিয়ে আসে, পুলিশকে লক্ষ্য করে বোমা মারে তারা সন্ত্রাসবাদীর দল।’’
তিনি আরও বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলন হয় আইন অমান্য করে, নতুবা অনশন করে। রাজনৈতিক দলের আন্দোলনে কেউ রিভলবার নিয়ে আসে না। বোমা ছোঁড়ে না। যিনি অস্ত্র নিয়ে আন্দোলনে এসেছিলেন তাঁর পাগড়ি কেউ ইচ্ছাকৃতভাবে খোলা হয়নি। কিন্তু কেন তিনি একটা রাজনৈতিক দলের আন্দোলনে অস্ত্র নিয়ে আসবেন ? কেন সেই রিভলবার বের করবেন ? এটা সমর্থনযোগ্য নয়।’’
ইতিমধ্যেই পাগড়ি বিতর্কে বিজেপির প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেছে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপবাবু বলেন,রাজ্যপাল বকলমে ওই দলের সভাপতি হয়ে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :