অনলাইন ডেস্ক।।
টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এতে করে ওই সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে টাঙ্গাইল শহরের সাথে সখিপুর ও বাসাইল উপজেলার যোগাযোগ। এ ঘটনায় ট্রাকের ভিতর আটকেপড়া হেলপারকে দীর্ঘসময় চেষ্টার পর আহত অবস্থায় উদ্ধার করেছে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, বালু ভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলি সেতুর উপর দিয়ে পাড় হওয়ার সময় সেতুটির একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়। চালক ট্রাক থেকে নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়ে। পরে তাকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় ওই সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে টাঙ্গাইল শহরের সাথে সখিপুর ও বাসাইল উপজেলার যোগাযোগ। বিকল্প হিসেবে নৌকাযোগে তারা নদী পাড় হচ্ছেন।।
Leave a Reply