আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে পুলিশের ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার ১৪টি বিটে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ থানার ২নং বিটে সমাবেশে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, ২নং বিট পুলিশিং এর ইনচার্জ এসআই রিফাত ইমরান প্রমুখ।
এদিকে ১নং বিটের ইনচার্জ কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনজুরুল ইসলামের সভাপতিত্বে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফাইজুর রহমান চুন্নু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতন সামাজিকভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :