চুয়াডাঙ্গা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে যৌতুক না পেয়ে অন্যের স্ত্রীকে নিয়ে চম্পট এক যুবক

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
যৌতুক না পেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে অন্যের স্ত্রীকে নিয়ে চম্পট দিয়েছেন যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের সবুজ। স্ত্রীকে বলছেন শিশু সন্তান নিয়ে আত্মহত্যা করতে। এসব অভিযোগ নিয়ে স্ত্রী হাটবিলা গ্রামের মীম দুই বছরের সন্তানসহ ঘুরছেন দ্বারে দ্বারে। অসহায় মীম স্থানীয় প্রভাবশালীদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে শেষমেষ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মীম জানান, সাড়ে তিন বছর আগে সবুজের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় আসবাবপত্রসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে তাদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়। এরমধ্যে সবুজ পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং মীমের পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালান।

সর্বশেষ ৪ আগস্ট সবুজ আবারও যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় সবুজের মা তহমিনা বেগমও সহযোগিতা করেন বলে অভিযোগ। প্রতিবেশীদের সহায়তায় প্রাণে বাঁচলেও সবুজ জানিয়ে দেন, যৌতুকের টাকা না পেলে সংসার করবেন না। এরপর শিশু সন্তানসহ মীমকে বাড়ি থেকে বের করে দেন। মীমের দাবি, তাকে বের করে দেওয়ার পর সবুজ মণিরামপুরের প্রবাসী আল আমিনের স্ত্রী ইরানীকে বাড়িতে তোলেন। এরপর থেকে মীম ও তার সন্তানের খবরও নেননি সবুজ। বরং ফোন করলে তাকে সন্তানসহ আত্মহত্যা করার পরামর্শ দেন এবং কোনো খরচও দেন না। বর্তমানে বিভিন্ন মাধ্যমে তাকে ও তার সন্তানকে ক্ষতি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মীম।

অন্যদিকে, প্রবাসী আল আমিন অভিযোগ করেন, তার স্ত্রী ইরানীর কাছে তিনি নিয়মিত টাকা পাঠাতেন। কিছুদিন পর ইরানী খারাপ ব্যবহার শুরু করেন এবং শেষমেষ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে জানতে পারেন, ইরানী সবুজের সাথে চম্পট দিয়েছেন। এ ঘটনায় তিনি ইরানী ও সবুজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই কবির হাসান জানান, শুক্রবার অভিযোগ হাতে পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে সবুজের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আপডেট : ১২:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

যশোরে যৌতুক না পেয়ে অন্যের স্ত্রীকে নিয়ে চম্পট এক যুবক

আপডেট : ১২:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

অনলাইন ডেস্ক।।
যৌতুক না পেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে অন্যের স্ত্রীকে নিয়ে চম্পট দিয়েছেন যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের সবুজ। স্ত্রীকে বলছেন শিশু সন্তান নিয়ে আত্মহত্যা করতে। এসব অভিযোগ নিয়ে স্ত্রী হাটবিলা গ্রামের মীম দুই বছরের সন্তানসহ ঘুরছেন দ্বারে দ্বারে। অসহায় মীম স্থানীয় প্রভাবশালীদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে শেষমেষ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মীম জানান, সাড়ে তিন বছর আগে সবুজের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় আসবাবপত্রসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে তাদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়। এরমধ্যে সবুজ পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং মীমের পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালান।

সর্বশেষ ৪ আগস্ট সবুজ আবারও যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় সবুজের মা তহমিনা বেগমও সহযোগিতা করেন বলে অভিযোগ। প্রতিবেশীদের সহায়তায় প্রাণে বাঁচলেও সবুজ জানিয়ে দেন, যৌতুকের টাকা না পেলে সংসার করবেন না। এরপর শিশু সন্তানসহ মীমকে বাড়ি থেকে বের করে দেন। মীমের দাবি, তাকে বের করে দেওয়ার পর সবুজ মণিরামপুরের প্রবাসী আল আমিনের স্ত্রী ইরানীকে বাড়িতে তোলেন। এরপর থেকে মীম ও তার সন্তানের খবরও নেননি সবুজ। বরং ফোন করলে তাকে সন্তানসহ আত্মহত্যা করার পরামর্শ দেন এবং কোনো খরচও দেন না। বর্তমানে বিভিন্ন মাধ্যমে তাকে ও তার সন্তানকে ক্ষতি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মীম।

অন্যদিকে, প্রবাসী আল আমিন অভিযোগ করেন, তার স্ত্রী ইরানীর কাছে তিনি নিয়মিত টাকা পাঠাতেন। কিছুদিন পর ইরানী খারাপ ব্যবহার শুরু করেন এবং শেষমেষ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে জানতে পারেন, ইরানী সবুজের সাথে চম্পট দিয়েছেন। এ ঘটনায় তিনি ইরানী ও সবুজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই কবির হাসান জানান, শুক্রবার অভিযোগ হাতে পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে সবুজের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।