দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
জামায়াত, এবি পার্টি ও এনসিপির উদ্যোগে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নবনিযুক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে ‘আওয়ামী ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়ে তার পদায়ন বাতিলের দাবি করা হয়েছে ।

রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জামায়াত ইসলামী, এবি পার্টি ও ন্যাশনাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নবনিযুক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস অতীতে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন। তারা বলেন, এ ধরনের বিতর্কিত কর্মকর্তা দায়িত্ব পালন করলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
এবি পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, “আমরা চুয়াডাঙ্গার মানুষ একজন মানবিক ও নিরপেক্ষ পুলিশ অফিসার চাই। কিন্তু সরকারের ইচ্ছায় এমন একজনকে এখানে পাঠানো হয়েছে, যিনি আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ছিলেন এবং জনগণের আস্থা হারিয়েছেন।”
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার, এবি পার্টি চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক সমীর হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিতর্কিত কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিয়োগ দিচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই পদায়নের আদেশ দ্রুত প্রত্যাহার না করা হয় তবে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com