আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মাসেতুর ৩৪তম স্প্যান বসছে আজ

অনলাইন ডেস্ক
পদ্মাসেতুর ৩৪তম স্প্যান বসছে আজ রবিবার। গতকাল শনিবার স্প্যান বসানোর কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
গতকাল দুপুরে ভাসমান ক্রেনের মাধ্যমে নির্ধারিত পিলারের কাছে স্প্যানটিকে নেয়া হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় স্প্যানটি বসানো যায়নি।
আজ সকাল থেকে আবারও স্প্যান বসানোর কাজ শুরু হবে।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ১০০ মিটার।
সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এরইমধ্যে ৩৩টি বসানোর কাজ শেষ হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণ ও নদী শাসনের কাজ করছে চীনের দুটি প্রতিষ্ঠান।
সেতুর দৈঘ্য হবে ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :