চুয়াডাঙ্গা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলারের শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল

Padma Sangbad

আন্তর্জাতিক ডেস্ক।।
গাজার মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলারের শেষ নৌযানটি ইসরায়েলি নৌবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা পোল্যান্ডের পতাকা বহনকারী ‘ম্যারিনেট’ জাহাজে প্রবেশ করে সেটি দখল করে।

‘ম্যারিনেট’ জাহাজটিতে ছয়জন নাবিক ছিলেন। এটি ছিল ৪৪টি জাহাজের গাজার মানবিক সহায়তা বহরের শেষ সক্রিয় নৌযান। গত কয়েক দিনে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলারের বাকি সব জাহাজ আটক করেছে। প্রত্যেকটি জাহাজই গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে সতর্ক করেছিল, যদি ‘ম্যারিনেট’ও একই চেষ্টা করে, তবে এটিও আটক করা হবে। বুধবার থেকে শুরু হওয়া আটক অভিযানে এ পর্যন্ত প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী ও পরিবেশকর্মী আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। গাজার মানবিক সহায়তা বহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার ও সমুদ্রপথে সহায়তা বিতরণের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

আপডেট : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

গ্লোবাল সুমুদ ফ্লোটিলারের শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল

আপডেট : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক।।
গাজার মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলারের শেষ নৌযানটি ইসরায়েলি নৌবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা পোল্যান্ডের পতাকা বহনকারী ‘ম্যারিনেট’ জাহাজে প্রবেশ করে সেটি দখল করে।

‘ম্যারিনেট’ জাহাজটিতে ছয়জন নাবিক ছিলেন। এটি ছিল ৪৪টি জাহাজের গাজার মানবিক সহায়তা বহরের শেষ সক্রিয় নৌযান। গত কয়েক দিনে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলারের বাকি সব জাহাজ আটক করেছে। প্রত্যেকটি জাহাজই গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে সতর্ক করেছিল, যদি ‘ম্যারিনেট’ও একই চেষ্টা করে, তবে এটিও আটক করা হবে। বুধবার থেকে শুরু হওয়া আটক অভিযানে এ পর্যন্ত প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী ও পরিবেশকর্মী আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। গাজার মানবিক সহায়তা বহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার ও সমুদ্রপথে সহায়তা বিতরণের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।