পূজায় মামাবাড়ি বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি।।
দুর্গাপূজার ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে নন্দিনী রানি সরকার তুলি (২২) নামের এক মেডিকেল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তুলি মানিকগঞ্জ সদর উপজেলার অনীল সরকারের মেয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র ও তার কাকা গণেশ চন্দ্র সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও তুলি পূজার সময় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে মামা বিজয় সরকারের বাড়িতে বেড়াতে আসেন। গণেশ চন্দ্র সরকার নিশ্চিত করেন যে, পূজার দিন অতিরিক্ত মদ্যপান করার পর তুলি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অবশেষে, গতকাল রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেধাবী এই শিক্ষার্থী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পূজার আনন্দের মাঝে এমন মর্মান্তিক মৃত্যুতে তুলির পরিবার এবং শৈলকূপার ভান্ডারীপাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।






















