অর্থনৈতিক দিক থেকে স্বস্তিতে দেশ : অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক।।
অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ স্বস্তিকর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ও সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্যই আমরা মোটামুটি একটু কনফিডেন্ট।
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করে জানতে চান—সংস্থাটি বলেছে, বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ড. সালেহউদ্দিন বলেন, আমি তাত্ত্বিক দিকে এখন যাচ্ছি না। দারিদ্র্য বেড়ে গেছে বা আছে—এগুলো বলতে গেলে অনেক ব্যাখ্যা দিতে হয়। আমি জানি, ওরা কীভাবে দারিদ্র্য পরিমাপ করে—বেস আছে, ক্লায়েন্ট আছে।
তিনি আরও বলেন, আপনি যদি ৫ হাজার লোকের টেলিফোন ইন্টারভিউ করে বলেন দারিদ্র্য বেড়েছে, সেটা নির্ভরযোগ্য নয়। আমাকে কেউ বললে ‘স্যার, আপনি একটা পেপার লেখেন’, আমি বলে দিলে একটা ফার্ম ২০ হাজার রিপ্লাই দিয়ে দেবে কালকের মধ্যে। এগুলো রিলায়েবিলিটির বিষয়।
তবে তিনি স্বীকার করেন যে, দেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এত পারসেন্ট বেড়ে গেছে—এভাবে বলা ঠিক না, বলেন তিনি।
দারিদ্র্য মাপার প্রসঙ্গে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এক মন্তব্য তুলে ধরে বলেন, অমর্ত্য সেন একবার বলেছিলেন—খুব কঠিন দারিদ্র্য আমার মেজার করতে হবে না। দরিদ্র মানুষ দেখলেই চিনতে পারবেন, তার চেহারা, তার ভাবেই বোঝা যায়।
‘অর্থনীতি কি স্বস্তিতে আছে?’—এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা পুনরায় বলেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। বাকিগুলো বিষয়ে আমি বলতে পারবো না।


























