চুয়াডাঙ্গা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

Padma Sangbad

ক্রীড়া ডেস্ক:

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সোবহানা মোস্তারি ফিফটি হাঁকিয়ে দলকে ভরসা দিয়েছিলেন। শেষদিকে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন রাবেয়াও। কিন্তু বাকিদের ব্যর্থতায় ৪৯ ওভার চার বলে সব উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ১৭৯ রান। তারা ৪৬ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

গুয়াহাটিতে মঙ্গলবার দুই দলই মাঠে নামে একটি করে জয়ের পুঁজি নিয়ে। পাকিস্তানকে বেশ সহজেই হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায়।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ধুঁকতে হয় ইংলিশ ব্যাটারদের। মাত্র ছয় রানেই দুই ওপেনার অ্যামি জোন্স সাজঘরে ফেরেন মারুফা আক্তারের বলে। দলীয় ২৯ রানে মারুফা আক্তার আবারও ট্যামিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।

তবে এরপর ইংলিশ শিবিরে স্বস্তি এনে দেন হিদার নাইট ও নাট স্কিভার-ব্রান্ট। তবে দলীয় ৬৯ রানে আবারও বিপর্যয়ে পড়ে ইংলিশরা। মাত্র ৯ রানে তিন ব্যাটারকে হারিয়ে দিশেহারা তারা। এবার ত্রাণকর্তার ভূমিকায় আসেন নাইট। তার অনবদ্য ৭৯ রানের ঝলমলে ইনিংসের কাছেই মূলত হেরেছে বাংলাদেশ। নাইট জয় নিয়েই অপরাজিত হয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন দারুণ বোলিং করেন, ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মারুফা আক্তার নেন দু’টি উইকেট, সানজিদা আক্তার মেঘলা নেন একটি উইকেট।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের একাদশে দু’টি পরিবর্তন এসেছে, একাদশে ফিরেছেন রিতু মনি ও সানজিদা মেঘলা। তাদের জায়গা ছেড়েছেন ফারজানা হক ও নিশিতা নিশি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৫ রানে ওপেনার রাবেয়া হায়দার চার ও অধিনায়ক নিগার সুলতানা শুণ্য রানে আউট হন। সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই বিদায় নেন আরেক ওপেনার শারমিন আক্তার ৩০ রানে।

পরের চার ব্যাটার দুই অঙ্কও ছুঁতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রাখেন সোবহানা। ১০৮ বল খেলে ৬০ রান করে দলের অষ্টম উইকেট হিসেবে ড্রেসিংরুমে ফেরেন তিনি। শেষদিকে যখন উইকেট পতনের মিছিল চলছিল। তখন নয় নম্বরে নামা রাবেয়া খান খেলেন ২৭ বলে ৪৩ রানের ইনিংস। ছয়টি চার ও একটি ছক্কায় সাজানো ওই ইনিংসে ভর করে ১৭৮ রান করে বাংলাদেশ।

বল হাতে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ছাড়া সবাই ছিলেন ইকোনোমিক্যাল (৪.০০ এর বেশি নয়)। তিনটি উইকেট পেয়েছেন লরেন বেল। এছাড়া দু’টি করে উইকেট গেছে লিন্সে স্মিথ, চার্লি ডিন ও অ্যালিস ক্যাপসের দখলে।

আপডেট : ০১:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ইংল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০১:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ক্রীড়া ডেস্ক:

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সোবহানা মোস্তারি ফিফটি হাঁকিয়ে দলকে ভরসা দিয়েছিলেন। শেষদিকে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন রাবেয়াও। কিন্তু বাকিদের ব্যর্থতায় ৪৯ ওভার চার বলে সব উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ১৭৯ রান। তারা ৪৬ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

গুয়াহাটিতে মঙ্গলবার দুই দলই মাঠে নামে একটি করে জয়ের পুঁজি নিয়ে। পাকিস্তানকে বেশ সহজেই হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায়।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ধুঁকতে হয় ইংলিশ ব্যাটারদের। মাত্র ছয় রানেই দুই ওপেনার অ্যামি জোন্স সাজঘরে ফেরেন মারুফা আক্তারের বলে। দলীয় ২৯ রানে মারুফা আক্তার আবারও ট্যামিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।

তবে এরপর ইংলিশ শিবিরে স্বস্তি এনে দেন হিদার নাইট ও নাট স্কিভার-ব্রান্ট। তবে দলীয় ৬৯ রানে আবারও বিপর্যয়ে পড়ে ইংলিশরা। মাত্র ৯ রানে তিন ব্যাটারকে হারিয়ে দিশেহারা তারা। এবার ত্রাণকর্তার ভূমিকায় আসেন নাইট। তার অনবদ্য ৭৯ রানের ঝলমলে ইনিংসের কাছেই মূলত হেরেছে বাংলাদেশ। নাইট জয় নিয়েই অপরাজিত হয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন দারুণ বোলিং করেন, ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মারুফা আক্তার নেন দু’টি উইকেট, সানজিদা আক্তার মেঘলা নেন একটি উইকেট।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের একাদশে দু’টি পরিবর্তন এসেছে, একাদশে ফিরেছেন রিতু মনি ও সানজিদা মেঘলা। তাদের জায়গা ছেড়েছেন ফারজানা হক ও নিশিতা নিশি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৫ রানে ওপেনার রাবেয়া হায়দার চার ও অধিনায়ক নিগার সুলতানা শুণ্য রানে আউট হন। সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই বিদায় নেন আরেক ওপেনার শারমিন আক্তার ৩০ রানে।

পরের চার ব্যাটার দুই অঙ্কও ছুঁতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রাখেন সোবহানা। ১০৮ বল খেলে ৬০ রান করে দলের অষ্টম উইকেট হিসেবে ড্রেসিংরুমে ফেরেন তিনি। শেষদিকে যখন উইকেট পতনের মিছিল চলছিল। তখন নয় নম্বরে নামা রাবেয়া খান খেলেন ২৭ বলে ৪৩ রানের ইনিংস। ছয়টি চার ও একটি ছক্কায় সাজানো ওই ইনিংসে ভর করে ১৭৮ রান করে বাংলাদেশ।

বল হাতে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ছাড়া সবাই ছিলেন ইকোনোমিক্যাল (৪.০০ এর বেশি নয়)। তিনটি উইকেট পেয়েছেন লরেন বেল। এছাড়া দু’টি করে উইকেট গেছে লিন্সে স্মিথ, চার্লি ডিন ও অ্যালিস ক্যাপসের দখলে।