বাবার বদকূল
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আব্দুর রশিদ।।
আমার সোনার বাংলাদেশে
যেখানেতেই যাবা,
দেখতে পাবা সারা দেশেই
হরেক রকম বাবা।
মাজার বাজার দরবার হলে
গাজা বাবার দল,
মেলায় দেখবে ন্যংটা বাবার
নেংটি ধরা কল।
গায়ে তালা হাতে বালা
খসে পড়ে চামড়া,
তালা বাবা আটি চোষে
শিষ্যরা খায় আমড়া।
জটলা বাবা তবলা হাতে
ভবঘুরের বেশে,
তান্ত্রিক বাবা মন্ত্র ফুকে
কোহেকাফের দেশে।
ছালা বাবা কালা বাবা
বিড়ি বাবা হাকমারে,
হেডাম বাবার ছবক শুনে
সকল বাবা কানধরে।
শিকল বাবার শিকল দেখে
জানুবাবা ধ্যন করে,
জিন্দা বাবা মাজার মাঝে
সুরে সুরে গান ধরে।
কামেল বাবা সবার উপর
বাবার বাবা তিনি,
চণ্ডি বাবা হাকদিয়ে কয়
চিনিরে তারে চিনি।
ভাণ্ডারী বাবা বেজায় চটে
কেউ করেনা সেবা,
অভিসাপ নাকি দিয়ে গেছে
শাহ আলি বাবা।
খাজা বাবার মেজাজ ভারী
তবারকে মজেনা,
মারিফতির শাই বাবাদের
জটলা বাবা ভজেনা।
বাবার ভীড়ে পাগলা বাবা
ভুড়ী বাবার কয়,
সাধু বাবার সাধের কাছে
সব বাবাদের ভয়।
মূর্শিদ বাবা জিকির করে
পদ বেড়েছে তার,
হাদিয়া হলে মনের মত
ভক্ত হবে পার।
বক্তা বাবা তক্তায় চড়ে
জপে পৃণ্য মালা,
গায়ে থাকে সোনার জরি
সামনে ফুটো থালা।
আর কত যে আসবে বাবা
ভাণ্ডারীদের বদকূলে,
এত বাবার প্রণাম দিতেই
জন্ম বাবার যাই ভুলে।
























