শিরোনাম :
মহেশপুরে মানব চোরাচালানের সময় শিশুসহ ১১ জন আটক
Padma Sangbad

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাংগা সীমান্তে মানব চোরাচালানের সময় এক শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ভোররাতে উপজেলার বাগাডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৪ জন পুরুষ, ৬ জন নারী এবং ১ জন শিশুকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান বলেন, “আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় সেখানে টহল জোরদার করা হয়েছে।





















