চুয়াডাঙ্গা প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এই স্লোগানে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্য্যলয় চত্বররে ডিসি সাহিত্য মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় জেলার ২৮টি স্কুল ও কলজ অংশ গ্রহণ করেছে । মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয় তাদের আবিস্কার গুলো প্রদর্শন করেন।
Leave a Reply