দর্শনায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
দর্শনায় ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে দুইটি সার ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমানের নেতৃত্বে দর্শনা পুরাতন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিসিআইসি’র অনুমোদিত সার ডিলার মেসার্স সাইফুল ইসলাম (সাইফুল ট্রেডার্স) এবং নজরুল ট্রেডার্স–এর বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, ভুয়া নামে সার উত্তোলন ও বিক্রয়, এবং ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা। এই অপরাধসমূহের কারণে নজরুল ট্রেডার্সের মালিক সোহেল তরফদারকে ১ লক্ষ টাকা এবং মেসার্স সাইফুল ইসলামকে ২০ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৩ ধারার আওতায় এ জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন– দামুড়হুদা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান ও আজাদ আলী, দর্শনা থানা পুলিশের একটি টিমসহ অন্যান্য কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমান বলেন, ভোক্তা অধিকারের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ন্যায্য মূল্য, সঠিক মান ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে সমাজের সকলকে সচেতন থাকতে হবে।
এদিকে, প্রশাসনের এই কঠোর ও ন্যায়সঙ্গত পদক্ষেপকে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে স্বচ্ছতা ও ভোক্তার অধিকার আরও সুদৃঢ় হবে।






















