আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ফুটবল টুর্ণামেন্ট নিয়ে চাপালী যুব সংঘের সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চাপালী যুব সংঘের আয়োজনে মরহুম নূর আলী মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় চাপালী যুব সংঘের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান জানান, ২৮ অক্টোবর থেকে চাপালী ফুটবল মাঠে মরহুম নূর আলী মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর উদ্বোধন ও ১ম খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ নভেম্বর এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- মাগুরার একতা স্পোর্টিং ক্লাব, কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ, ঝিনাইদহের হামদহ ফুটবল একাদশ, কালীগঞ্জের বেজপাড়া ফুটবল একাদশ, শিমলা-রোকনপুর ফুটবল একাদশ, গান্না ফুটবল একাদশ, কালীগঞ্জ ফুটবল একাডেমি ও খালিশপুরের বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ফুটবল একাদশ।
তিনি আরো জানান, ইতিমধ্যে টুর্ণামেন্টের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতি খেলায় সেরা খেলোয়াড়ের পুরষ্কার প্রদান করা হবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে প্রাইজমানি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :