আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোভিড বিষয়ক মিডিয়া কভারেজে হিংসা করছেন ট্রাম্প : ওবামা

অনলাইন ডেস্ক।।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা বলেছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজকে হট জোনে পরিণত করেছেন। ওবামা আরও বলেন, আর তিনি কি নিয়ে তর্ক করছেন? তিনি বলছেন, মানুষ কোভিডে খুব বেশি মনোযোগ দিচ্ছে। তিনি মনে হয় কোভিডের মিডিয়া কভারেজে হিংসা করছেন। তিনি যদি শুরুতেই কোভিডের ব্যাপারে মন দিতেন, সারা দেশে আমাদের রেকর্ড রোগি দেখতে হতো না। -সিএনএন, ফক্স, এনবিসি, সিবিএস
করোনাভাইরাস অতিমহামারী সামলাতে ট্রাম্পের ব্যর্থতার তুমুল সমালোচনা করে ওবামা বলেন, এদেশের কমপক্ষে সোয়া ২ লাখ মানুষ মারা গেছেন। এক লাখের বেশি ক্ষদ্র ব্যবসা আজ বন্ধ। ৫ লাখের বেশি চাকরি নেই শুধু ফ্লোরিডাতেই। এর বেশি আর কি ক্ষতি হতে পারে?’ ডেমোক্রেট মনোনিত প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে ওরল্যান্ডোতে প্রচারণা চালাতে গিয়ে এসব বলেন তিনি। ওবামাকে মনে করা হচ্ছে বাইডেনের পক্ষে প্রচারণার প্রধান স্তম্ভ। তিনি ফ্লোরিডায় বর্তমানে নিজের সাবেক রানিং মেটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এর আগে কখনই ওবামাকে এতোটা আক্রমণাত্মক ভাষণ দিতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :