শিরোনাম :
একগুচ্ছ অণুকবিতা বেঁচে থাকার ছল
Padma Sangbad

রুদ্র অয়ন’র একগুচ্ছ অণুকবিতা
বেঁচে থাকার ছল
এক চোখে স্বপ্ন আছে
আরেক চোখেতে জল,
অহর্নিশি খুঁজে ফিরি
বেঁচে থাকার ছল।
একই পথে
এসো একই পথে আমরা
দুইজনে হেঁটে যাই,
ভালোবেসে হাতে হাত রেখে
সুখ স্বপ্ন কুড়াই।
বাস্তবতা
কত শত ইচ্ছে অনিচ্ছার
ছড়াছড়ি আজ।
ইচ্ছেগুলো ডানা মেলে
উড়তে চায়,
বাস্তবতা চেপে ধরে
ইচ্ছের ডানা;
শেখায় করতে আপোষ।
বিরহ
সত্যিকারের প্রেমে একবারই
তো মানুষ পড়ে!
বিরহী প্রেমিক আশা নিরাশায়
দিন গুনে মরে!
হারিয়ে ফেলার ভয়
চোখেতে স্বপন আঁকি
করবো তোমায় জয়,
কখনো মন হয় উদাস
হারিয়ে ফেলার ভয়!
বিশ্বাস
মনের সাথে মনের মিলে
ভালোবাসা হয়,
বিশ্বাসে বাড়ে ভালোবাসা
সন্দেহে নয়।
– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ