বেনাপোলে কাস্টমসের জব্দকৃত মালামাল ধ্বংস

Padma Sangbad

আরিফুজ্জামান আরিফ ।।বেনাপোলে বিভিন্ন সময় কাস্টমস কর্মকর্তা ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যেের জব্দকৃত মাদকদ্রব্য, আতশ বাজি ও মেয়াদত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার(২ নভেম্বর) বেনাপোল এলাকার একটি ইট ভাটা ও আমড়াখালী পৌরসভার ময়লা ফেলার জায়গায় এসব মালামাল ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মালমালের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, ইনজেকশন, বিভিন্ন ধরনের ছয় টন আতশ বাজি, বিদেশি মদ, কসমেটিকস, কেমিক্যাল, শাড়ি, থ্রিপিচ, চকলেট, সার, তেল, খাবার লবন,পারফিউম, বেবি প্যামপাশ জুতা।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ডা. নেয়ামুল ইসলাম বলেন, বিভিন্ন সময় কাস্টমস ও বিজিবির হাতে এসব পণ্য আটকের পর কাস্টমস হাউজে জমা রাখা ছিল। এসব পন্য দীর্ঘদিন কাস্টমসের আটক শাখায় থাকায় তা অনেকটা ঝুকি হয়ে পড়েছিল। এজন্য উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এসব মালামাল ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, যশোরের নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসনা শারমিন মিথি, বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনর্চাজ তৌহিদুর রহমান, আনসার, বিজিবি, ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০১:০৮:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

বেনাপোলে কাস্টমসের জব্দকৃত মালামাল ধ্বংস

Update Time : ০১:০৮:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

আরিফুজ্জামান আরিফ ।।বেনাপোলে বিভিন্ন সময় কাস্টমস কর্মকর্তা ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যেের জব্দকৃত মাদকদ্রব্য, আতশ বাজি ও মেয়াদত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার(২ নভেম্বর) বেনাপোল এলাকার একটি ইট ভাটা ও আমড়াখালী পৌরসভার ময়লা ফেলার জায়গায় এসব মালামাল ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মালমালের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, ইনজেকশন, বিভিন্ন ধরনের ছয় টন আতশ বাজি, বিদেশি মদ, কসমেটিকস, কেমিক্যাল, শাড়ি, থ্রিপিচ, চকলেট, সার, তেল, খাবার লবন,পারফিউম, বেবি প্যামপাশ জুতা।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ডা. নেয়ামুল ইসলাম বলেন, বিভিন্ন সময় কাস্টমস ও বিজিবির হাতে এসব পণ্য আটকের পর কাস্টমস হাউজে জমা রাখা ছিল। এসব পন্য দীর্ঘদিন কাস্টমসের আটক শাখায় থাকায় তা অনেকটা ঝুকি হয়ে পড়েছিল। এজন্য উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এসব মালামাল ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, যশোরের নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসনা শারমিন মিথি, বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনর্চাজ তৌহিদুর রহমান, আনসার, বিজিবি, ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।