আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনা শহরের ৭২ এবং ৭৩ গ্রুপের টেলিফোন নম্বর পরিবর্তন

অনলাইন ডেস্ক।।
খুলনা শহরের ’৭২’ এবং ’৭৩’ গ্রুপের ৬ ডিজিটের পুরাতন টেলিফোন নম্বরসমূহ নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লি. (বিটিসিএল) জানিয়েছে অ্যালকাটেল টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন নম্বরসমূহ প্রতিস্থাপন করা হচ্ছে।
এতে অ্যালকাটেল এক্সচেঞ্জ নম্বরগুলো প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে এভাবে- 041-72xxxx 041-73xxxx 024777xxxxx.গ্রাহকদের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.gov.bd-এ দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া,গ্রাহকরা নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোন সময় বিটিসিএলএর কলসেন্টার ‘১৬৪০২’-এ ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০২৪৪১১০০০০ অথবা ০২৪৪১১২২৩৩ নম্বরে ফোন করতে পারবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :