আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে জেলহত্যা দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আয়োজনে ৩ নভেম্বর জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে জেল হত্যা দিবস। সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেল হত্যা দিবসের কর্মসূচি শুরু করা হয়। জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আব্দুল হাই জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ-হরিনাকুন্ডু গণমানুষের প্রাণের নেতা, ঝিনাইদহ ডিজিটাল পৌরসভার রূপকার, জননন্দিত মেয়র আলহাজ্ব সাইদুল করিম ।তারা চার নেতার আদর্শে দেশ গড়ার অঙ্গিকার করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আর জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবিও জানান তারা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :