আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রোকনুজ্জামান বিশেষ প্রতিনিধি॥
আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়। দিবসটি পালন উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধুু সুুপার মার্কেটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয় এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, সাবেক সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল হক রতন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ, জেলা কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন লাবলু, সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল, জেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ। বক্তারা বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহামুদ, সাবেক প্রচার সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা বসু, সাবেক সদস্য নাসির উদ্দিন আহামেদ, হাবিবুর রহমান পুলক, সাবেক জেলা কৃষকলীগের সভাপতি মতিয়ার রহমান মজনু, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খন্দকার সামস্ তানিম মুক্তি, জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আয়ুব হোসেনসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :