আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে অটোরিকশা চালকের মারধরে সিএনজি চালকের মৃত্যু

এস এম রাজা ।। আজ দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া গোল চত্বরে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে চালক কাশেম জমিদারের লোহার তালার নির্মম আঘাতে মিজানুর রহমান সুজন (৩৮) নামের এক সিএনজি (এক্স পাওয়ার) চালকের মৃত্যু হয়েছে। সে মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া (মৃধা পাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে মুলাডুলি ইউনিয়নের দরগা পাড়া গ্রামের আছের উদ্দিনের ছেলে কাশেম জমিদার লোহার তালা দিয়ে তার শরীরে নির্মম ভাবে আঘাত করে। এতে স্বপন জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বেলা ২ টার দিকে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :