পাবনার দিকশাইলে কাদেরিয়া মোহাম্মদীয়া দরবারে ডিডিপির সংগীতানুষ্ঠান

মুনমুন আক্তার ।। গত ৩১অক্টোবর’২০ পাবনার বড় দিকশাইলে কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের বাৎসরিক ওরস উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানে ডিডিপির সংগীত পরিবেশনা দর্শক নন্দিত হয়েছে।
ঈশ্বরদীর স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপির চেয়ারম্যান,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংশন সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার শিল্পী সুফি সাধক গুরুজি এসএম রাজা প্রধান অতিথি শিল্পী হিসেবে সংগীত অনুষ্ঠান পরিচালনা ও উদ্বোধন ঘোষণা করেন। সঙ্গীত পরিবেশন করেন ইলমাতুল ইসলাম রুপা, ভাদু ফকির, হারুন সাধু, সেন্টু বাউল, মিন্নুস বাউল, আসলাম বাউল,বাউল আসিয়া পাগলী, উজ্জ্বল, ইমন প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব ও সার্বিক তত্বাবধানে ছিলেন পীর সূফী জয়নাল শাহ। উল্লেখ্য, বাৎসরিক ওরস মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাসান শাহীন, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ আম্বিয়া খাতুন, টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার জহুরুল ইসলাম আলো।।