অনলাইন ডেস্ক।।
মৌলভীবাজারে কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা ও টমটম চালকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৭টি গাড়ী ভাংচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে কুলাউড়া থানার সামনে সিএনজি অটোরিক্সা চালক ও মালিক সমিতির মানব বন্ধন চলাকালে টমটম চালকদের সাথে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানায়, শহরে টমটম রিক্সা না চালানোর দাবিতে মানব বন্ধন করছিল সিএনজি অটোরিক্সা চালকরা। এ সময় টমটম নিয়ে যাবার সময় সিএনজি চালকরা হামলা চালায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।।
Leave a Reply