July 16, 2024, 10:07 pm

চাপে ম্যান ইউনাইটেড, লা লিগা পরীক্ষা বার্সার

অনলাইন ডেস্ক ।।
পরপর হারে চাপে সোলসার।
ইপিএলে আজ শনিবার এভার্টনের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুল বাসাকসেহিরের কাছে ১-২ গোলে হারের পরে প্রবল সমালোচনার মুখে ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার।
শুক্রবার তিনি বলেন, ধারাবাহিকতা দল এখনো রপ্ত করতে পারেনি। তা ভাবাচ্ছে। ইতিবাচক মানসিকতা নিয়েই এভার্টনের সঙ্গে খেলতে হবে।
এদিকে, লিয়োনেল মেসিকে নিয়ে প্রশংসার সুর শোনা গেল প্রাক্তন সতীর্থ দানি আলভেসের মুখে। স্পেনের এক রেডিও চ্যানেলকে সাক্ষাৎকারে প্রাক্তন বার্সেলোনা সাইড ব্যাক বলেছেন, ক্লাব হিসেবে বার্সেলোনা যতটা উচ্চস্তরের, মেসিও তার চেয়ে কোনও অংশে কম নয়। ক্যাম্প নু স্টেডিয়ামের নামকরণ হতেই পারে মেসির নামে। ও এই সম্মানোর যোগ্য দাবিদার।
শেষ চারে ম্যাচে জয় না পাওয়ার পরে ম্যানেজার রোনাল্ড কোমানের উপরেও চাপ বাড়ছে। শুক্রবার অনুশীলন করেননি লিয়োনেল মেসি-সহ প্রথম দলের বেশ কিছু ফুটবলার। কোমান বলেছেন, সকলের মতো মেসিরও বিশ্রাম দরকার। এ বার ওকে অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :