অনলাইন ডেস্ক।।
আশুলিয়ায় মাছ শিকার করতে গিয়ে বংশী নদীতে ডুবে নিখোঁজ টুটুল শেখ নামের এক শিক্ষার্থী লাশ একদিন পর ভাষমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার বেলা ১২ টার দিকে আশুলিয়ার নলামের ডগরতলী ইটখোলা এলাকার বংশী নদী থেকে তার ভাষমান লাশ উদ্ধার করা হয়। এরআে শুক্রবার নদীতে ডুবে নিখোঁজ হয় সে।
নিহত টুটুল শেখ (১৭) আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করতো।
ধামসোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শফি উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে চার বন্ধু মিলে বংশী নদীতে মাছ শিকার করতে যায় টুটুল। মাছ শিকার শেষে ৪ জনই সাঁতার দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে। এ সময় তিন জন নদী পার হয়ে আসলেও নিখোঁজ হয় টুটুল শেখ। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট তাকে উদ্ধার অভিযান চালায়।
রাতে আলো স্বল্পতার কারনে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে আজ তার লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
Leave a Reply