স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আক্কেল আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১ নভেম্বর তাঁর করোনা শনাক্ত হয়েছিল।
আজ রোববার বিকাল সাড়ে টায় দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিক জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।
দামুড়হুদা উপজেলা প্রশাসন জানান, গত ১ নভেম্বর ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। এরপর থেকে তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পৃর্বপাড়ার নিজ বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। তিনি মৃত আপেল খাঁর ছেলে।
Leave a Reply