মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
=====================
আগামীকাল ২৬ ডিসেম্বর, ২০২০ তারিখে কাজিপুরের অন্যতম সামাজিক সংগঠন ৯৫ ফাউন্ডেশন, কাজিপুরের উদ্যোগে মেধা বৃত্তি ২০২০ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে। সংগঠনের সেক্রেটারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান জানান অনুষ্ঠানটি সকাল ১১টায় শুর হবে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। মোট ১৫৩ জন কৃতি শিক্ষার্থী ও বেস্ট স্কুল পুরুস্কার দেয়া হচ্ছে।
মোট বৃত্তির পরিমান (টাকায়) ২ লক্ষ ৩০ হাজার টাকা ট্যালেন্টপুল প্রাপ্ত ১০জন বার্ষিক ৬ হাজার করে;
সাধারন গ্রেডে প্রাপ্ত ৩৫ জন বার্ষিক ৪ হাজার ৮ শত টাকা করে এবং বিশেষ কৃতি সন্মাননা ১০৫ জন।
এছাড়া মোহাম্মদ নাসিম-আমিরুল ইসলাম গনিত স্কলার এওয়ার্ড প্রাপ্ত তিনজন এক
কালীন ১৫ শত টাকা করে পাবেন।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থীরা সনদ, ক্রেস্ট, মগ ও নতুন বছরের ক্যালেন্ডার পাবে।