দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।। আজ প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী জনাব এসএম রাজার ৬৩ তম জন্মদিন। ১৯৫৭ সালের এই দিনে তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রয়াত পিতা সমাজসেবক মানব দরদী সূফী সাধক ও স্বনামধন্য ব্যাবসায়ী ও মাতা সূফী ওজিফা বেগম ছিলেন পুরোদস্তুর গৃহিনী। এস এম রাজা স্কুল জীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত। অসংখ্য কবিতা ও ছোটগল্প দেশের বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছে এপর্যন্ত।স্বপ্নদেখি, প্রিয়স্বদেশ ও যদি কখনও নামে তাঁর ৩ টি কাব্যগ্রন্হ রয়েছে এবং ছোটগল্প মুক্তগদ্য এবং আরও একটি কাব্যগ্রন্থ আসছে আগামী বই মেলায়। কলেজ জীবন থেকেই তিনি ১৯৭৮ সাল থেকে সংবাদপত্রের সাথে যুক্ত হন এবং সাপ্তাহিক মুক্তিবাণী থেকে সাংবাদিকতা জীবন শুরু করেন। অসংখ্য সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় তিনি কাজ করেছেন। ১৯৮৪ সাল থেকে জাতীয় সংবাদপত্র দৈনিক ইনকিলাবের ঈশ্বরদী সংবাদদাতা হিসেবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন ।
অন্যদিকে ঈশ্বরদী থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র সাপ্তাহিক জংশন সম্পাদনা করছেন দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবত। একজন দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করেছেন তার সাংবাদিকতা জীবনে। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার আগে তিনি প্রায় ২৮ বছর একটানা সিনিয়র সহ-সভাপতি এবং আরো চার বছর সহ-সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জাতীয় সাংবাদিক সংস্থার ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সদস্যসচিব হিসেবে তিনি নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন।জনাব এস এম রাজা সঙ্গীত জীবনেও অনন্য অবদান রেখেছেন। তিনি একাধিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ডিডিপি মিউজিক একাডেমী, বাউল সম্প্রদায়, ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠী, ডিডিপি খয়ের বাড়িয়া বাউল শিল্পী গোষ্ঠী ও ডিডিপি উমিরপুর লালন স্মরণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব এস এম রাজা কুষ্টিয়া লালন একাডেমী ও রাজাপুর বইমেলার আজীবন দাতা সদস্য। তিনি সুফিবাদে বিশ্বাসী একজন সাধক মানুষ। তিনি বিভিন্ন মাজার ও দরবার শরীফের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব এস এম রাজা কন্ঠশিল্পী হিসেবেও সুনামের সাথে এগিয়ে চলেছেন। তার তিনটি মিউজিক ভিডিও রয়েছে। তিনি হাজার হাজার সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সঙ্গীত পরিবেশন করে সুনাম অর্জন করেছেন। অন্যদিকে বৈশাখী টেলিভিশন চ্যানেল আই, চ্যানেল ওয়ান, মাই টিভি দেশটিভির সহ বিভিন্ন চ্যানেলে শতাধিক গান প্রচারিত হয়েছে। জনাব এস এম রাজা নাট্যাঙ্গনে ও যথেষ্ট সুনাম এর সাথে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তিনি অসংখ্য মঞ্চনাটকে অভিনয় করেছেন। বাংলার অঘোষিত নবাব আনোয়ার হোসেনের মতো শিল্পীর সাথে নবাব সিরাজদৌলা হাসির হাটের কান্না সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন । এর আগে সৈশবকাল থেকেই তার পিতার পদাঙ্ক অনুসরণ করে মানব সেবায় ব্রত আছেন। সমস্ত প্রাণীকুলের জন্য তার প্রাণ কাঁদে তাই তিনি সাধ্যমত সকল জীবের খাবার পরিবেশন করে থাকেন। সিমীত আয়ের ভেতরেও অসহায় দুস্থ মানুষের ছেলেমেয়েদের লেখাপড়া এবং দুস্থ মানুষের চিকিৎসা বাসস্থান এবং খাদ্য সাধ্যমত সরবরাহ করে মানবিক দায়িত্ব পালন করছেন।
দৈনিক পদ্মা সংবাদ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।।