অনলাইন ডেস্ক।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। শরীয়তপুর জেলার ডামুড্যায় শতাধিক মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করা হয়।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত ১২.০১ মিনিটের সময় ডামুড্যার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশীদ গোলন্দাজ, শিক্ষা কর্মকর্তা কাজী মকিম, সমাজ সেবা কর্মকর্তা ওবাদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।