April 24, 2024, 5:48 pm

ঝিনাইদহে করোনায় আরো একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দরবার আলী (৮০) নামে আরো একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে মুদির ব্যবসা করতেন। তার পিতার নাম আক্কেল প্রামানিক। করোনার সাম্প্রতিক ঢেউ শুরু হলে এই নিয়ে ঝিনাইদহে মা মেয়েসহ চার জনের মৃত্যু হলো। এর আগে কালীগঞ্জের আইনজীবী আশরাফুজ্জামান, কালীগঞ্জের বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী রহিমা খাতুন ও তার মেয়ে সালমা আক্তার মুন্নি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, করোনার উপসর্গ নিয়ে দরবার আলী গত ৩ এপ্রিল ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। বুধবার রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দরবার আলী হাসপাতালেই মারা যান। বৃহস্পতিবার দুপরে সদর উপজেলার মহিষাকুন্ড পঞ্চগ্রাম গোরস্থানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ শাহিনুর আলমের নেতৃত্বে দরবার আলীর লাশ দাফন করা হয়। করোনা শুরুর পর থেকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ৬৮ জনের লাশ দাফন করেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :