নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা ডি বি পুলিশের মাদক রিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে।শফিকুল ইসলাম (৩৬)দামুড়হুদা ছয়ঘরিয়া গ্রামের ওমর ফারুকের ছেলে।রবিবার সকাল ৭টার সময় ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাুমন-অর রসিদ পি পি এম এর নেতৃত্বে গোপন সংবাদের ভির্ত্তিতে এস আই ইব্রাহিম আলী ও এ এস আই রোকন উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ওমর ফারুকের মাদক ব্যবসায়ী ছেলে শফিকুল ইসলামকে ছয়ঘরিয়া এলাকা থেকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশী করে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।দামুড়হুদা থানায় তার বিরোধে একটি মাদকের মামলা হয়েছে।রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে ডি বি পুলিশ জানিয়েছেন।