চুয়াডাঙ্গা প্রতিনিধি।। ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে ধারন করে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপ্তি হয়েছে। আজ বৃহস্পিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মেলায় অংশ নেয় ১৮ টি স্কুল ও কলেজ। এতে বিভিন্ন উদ্ভাবন তুলে ধরে ক্ষুদে বিজ্ঞানীরা। এর আগে বুধবার সকালে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন মেলার উদ্বোধন করেন।।
আবহাওয়া
Dhaka
haze
28
°
C
28
°
28
°
69 %
4.6kmh
40 %
Sat
26
°
Sun
39
°
Mon
40
°
Tue
39
°
Wed
40
°