April 23, 2024, 7:46 pm

বগুড়ায় বড়দিন পালিত

অনলাইন ডেস্ক।।
শহরের গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর আয়োজনে যথাযথ মর্যাদায় বড়দিন পালিত হয়েছে। উপাসনালয়ে ধর্মীয় গান, যিশু এ পৃথিবীতে কীভাবে জন্ম নিয়েছিলেন, এ বিষয়ে বিশদ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন পালক গিলবার্ট মৃধা।
বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডির সভাপতিত্বে এতে বক্তব্য দেন বামমা বগুড়ার সভাপতি আলহাজ শেখ। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ স্বাধীন করেছিল। অসাম্প্রদায়িকতার মধ্যেই মানবিক চেতনা মানবিকতার উন্মেষ। মানুষে মানুষে মিলনের সুর বেজে উঠে অসাম্প্রদায়িক মনোভাবের মধ্য দিয়ে। এটাই আমাদের বাঁচার পথ, শান্তির পথ ও জীবনাচরণের পথ।
সকল ধর্মের মূল কথা প্রেম, মৈত্রি, শান্তি ও সম্প্রীতি।
ধর্মীয় আলোচনা শেষে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। তখন উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী শামীমা আক্তার জলি, বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, সম্পাদক আশের মাইকেল বেসরা, কোষাধ্যক্ষ টমাস অর্পন মণ্ডল, চার্চ কাউন্সিলর টোনাম সরকার, স্বপন সরেন, প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডীসহ খ্রিস্টীয় মণ্ডলীর পরিবারের সদস্যরা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :