কবি শেখ হাবিবুর রহমান হাবিব।
মুজিব তুমি সোনার বাংলার মোদের অহংকার
মুজিব তুমি ফালগুনে ফোটা
রাঙা পলাশ ফুল।।
মুজিব তুমি তামাম বাংলার বজ্র কন্ঠের ভাষণ।
মুজিব তুমি স্বাধীনতা আর সার্বভৌমত্ব।
মুজিব তুমি লাল সবুজের বাংলার পতাকা।
মুজিব তুমি আমার স্বদেশ একটি বাংলাদেশ।
মুজিব তুমি কামার কুমার তাতী, জেলের কন্ঠর জারী সারি ভাটিয়ালী।
মুজিব তুমি বাঙালী জাতীর অমর ইতিহাস।