যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক।
যশোর প্রতিনিধি।।
যশোরের মুড়ালি রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়। প্রায় ৬ ঘণ্টা পর রাত পৌনে তিনটার দিকে যশোর ও খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।প্রশাসন জানান, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। ২০ নভেম্বর রাত আটটার দিকে মুড়ালি রেলক্রসিং পার হওয়ার সময় নওয়াপাড়া থেকে আসা কয়লা বোঝাই ট্রাক গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে।
এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান চালক আকবর আলী। আহত হেলপারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।।