কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দীর্ঘ ১০ বছর ৮নং ওয়ার্ডের বয়ড়াবাড়ি গ্রামের জনগণের সেবা করেছেন।
তারই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো জনগণের কাছে আশাবাদী যদি জনগণ পাশে থাকেন,তাহলে জনগণের সেবা করতে প্রস্তুত জাহাঙ্গীর আলম।
তিনি বলেন আমি দুইবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত আমার ৮নং ওয়ার্ডের সকল জনগণের আপাদে বিপদে আমার বিশ্বাস যে আমাকে সার্বক্ষনিক কাছে পয়েছেন।
এ বিশ্বাস রেখে আমি তৃতীয় বারের মতো জনগণের পাশে থেকে সেবা করতে চাই।
৮নং ওয়ার্ডের উন্নয়ন চলমান রাখতে আমি ১০০% বিশ্বাস করি বয়য়াবাড়ি, বড়বাড়িয়া, বাগগাড়ি,ও হাট পাড়া বয়ড়াবাড়ির সকল জনগণের সমর্থন প্রত্যাশী।