দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা সরকারি কলেজ চত্বরে
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে দর্শনা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী
স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন দর্শনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন।
পরে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম বাবু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু,দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন ,দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ,দর্শনা পৌরসভার সচিব মনিরুজজামান শিকদার,দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান কাজল,ছাত্রলীগ নেতা তোফাজ্জেল হোসেন তপু, সহসভাপতি রিপন, লোমান, নাজিম,মিল্লাত,ফয়সাল, রায়হান, প্রভাত, অপু সরকার, আক্তার, সাগর সহ প্রমুখ।
এছাড়া ছাত্র লীগ,যুবলীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন ।।