মোঃহাসান রহমান।।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফোরকানিয়া ইসলামী মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ৪,৫ও৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রাজিয়া আহম্মদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত । ৫নং ওয়ার্ডের সময়ের চলমান বিভিন্ন সেবা ও উন্নয়ন মূলক রাস্তা ঘাট, ড্রেনসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে আলোচনা করা হয় এবং চলমান অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।আরও উপস্থিত ছিলেন মোঃহাবিবুর রহমান দিপু, সরোয়ার হোসেন খান, তমিজউদ্দিন শেখ,কাজী মিলন,ভাগ্যকুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরুজ্জামান খান,৫নং ওয়ার্ড যুবলীগ সাধরন সম্পাদক সালাম মোল্লা,রফিকুল ইসলাম শেখ, নাদিম শেখ,ইদি আমিন,কাজী সাকিব, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ইউপি সচিব হামিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেন প্রমূখ।।