April 20, 2024, 8:53 am

কাজিপুরে যথাযথ মর্যাদায় ৩রা নভেম্বর (জেলহত্যা দিবস) পালিত

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুরে যথাযথ মর্যাদায় ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালিত।
সকাল ১০টায় কাজিপুর উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন,
স্বাধীনতা স্কয়ারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দোহিত্র,জাতীয় নেতা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের কৃতি সন্তান , কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি, সিরাজগঞ্জ ১ সাবেক সাংসদ, বর্তমান উপনির্বাচনে নৌকার মাঝি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ও ছাত্র লীগ।

পরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় উক্ত দোয়া ও আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ও সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি, সিরাজগঞ্জ ১, সাবেক সাংসদ, বর্তমান উপনির্বাচনে নৌকার মাঝি তানভীর শাকিল জয়।
জেলা পরিষদের সদস্য রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,
উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
পৌর মেয়ের হাজ্বী নিজাম উদ্দিন।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সহ প্রচার সম্পাদক শওকত আকবর।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম,
সহ সভাপতি খোরশেদ আলম খুশু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার প্রচার সম্পাদক সরোয়ার হোসেন।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সহসভাপতি আসাদ শেখ, সহ আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের উপস্তিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা,ও সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কাজিপুর পৌর জামে মসজিদের প্রেস ইমাম আঃ মুত্তালিব।
অপর দিকে দুপুর ১২,৩০টায় সিরাজগঞ্জ ১ নির্বাচনী এলাকা প্রস্তাবিত মনসুর নগর থানা ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ,ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহিষামুড়া চৌরাস্তা বাজারে শহীদ এম মনসুর আলী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম জুরান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো, যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,
দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু সহ আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের সকল নেত্রী বৃন্দের উপস্তিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা,ও সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :