April 18, 2024, 11:20 am

কেরানীগঞ্জে ধসে পড়েছে তিন তলা ভবন

অনলাইন ডেস্ক।
ঢাকার কেরানীগঞ্জের পূর্বচর এলাকায় একটি তিন তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় দুই নারীকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রাজধানীর কেরানীগঞ্জে ধসে পড়ল তিন তলা ভবন।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
লিমা খানম বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এরমধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, প্রায় ১৬ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল। যে খালটি ভরাট করে ভবনটি নির্মাণ করা হয় সেই খালটি যথাযথ নিয়ম মেনে ভরাট করা হয়নি। এ কারণেই ভবন ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে এলাকাবাসী।
ফায়ার সার্ভিসের ধারণা, ভবনটি সম্পূর্ণভাবে খালের ওপার নির্মাণ করা হয়েছে। খুবই দুর্বল ঢালাইয়ের ওপর তিনতলা ভবন নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘বাড়ি মালিকের দেয়া তথ্য অনুযায়ী, ভবনে ৭ জন ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তারা সবাই বাড়ি মালিকের পরিবারের সদস্য। কোনও ভাড়াটিয়া ভবনে ছিলেন না। উদ্ধার হওয়া সবাইকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।’
ভবন মালিক জানিয়েছেন, ভবনের বাসিন্দারা সবাই সুস্থভাবে বেরিয়ে এসেছেন। ভবনে কোনও ভাড়াটিয়া ছিলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :