April 25, 2024, 4:46 am

ঝিনাইদহে ১৩ দিনের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি মোঃ মশিউর রহমানের শ্যালক ও ঝিনাইদহ জেলা ক্রিড়া সংস্থার সদস্য এ্যাড. তাছিকুল আলম খান আকরাম শুক্রবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ অস্থায়ী কেভিড-১৯ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শহরের আরাপপুর এলাকার ক্যাসেল ব্রীজ সংলগ্ন মরহুম নুরুন্নবী খান ওরফে মনি মিয়ার ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি বেশ কিছু দিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে চলাফেরা করছিলেন। নমুনা পরীক্ষার পর তার ফলাফল পজিটিভ আসে। গত ১১ আগষ্ট শ্বাসকষ্ট দেখা দিলে এ্যড আকরামকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত ৩১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার বড় ভাই সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা সামছুল আলম খান সেলিম মারা যান। ১৩ দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাই মারা গেলেন। এ্যড আকরামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিক সমি। এদিকে মরহুমের পরিবার পরিজনদের সমবেদনা জানাতে মরহুমের বাসভবনে যান ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক জীবন কুমার বিশ্বাস। এদিকে শনিবার বেলা ১১টার দিকে আকরামের মৃতদেহ ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মো:আব্দুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজারের মো: আমিনুল ইসলামের নেতৃত্বে স্বাস্হ্যবিধি অনুযায়ী জানাযা শেষে তাকে দাফন করা হয়। এই নিয়ে লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৪১ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :